২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ রেল বিভাগের অবসরপ্রাপ্ত লোক ফোরম্যান বিভাগের ইনচার্জ মো আব্দুস শুকুর (৯০) ইন্তেকাল করেছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোরের দিকে কুলাউড়ার পৌর শহরের উত্তর মাগুরার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ শেষবারের মতে দেখতে বাসভবনে ভিড় জমান। তিনি ছিলেন সৎ পরিচ্ছন্ন রেল বিভাগের কর্মকর্তা।
শনিবার বাদ জোহর কুলাউড়া রেলওয়ে ঈদগায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা শেষে রেলওয়ে কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজের নামাজ পড়ান হযরত মাওলানা অায়ুব অানসারি।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উত্তরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান ইমরান, প্রকৌশলী ইয়াসীন,বিশিষ্ট ব্যবসায়ী হাজি ফয়জুর রহমান, সহকারী স্টেশন মাস্টার মুহিবুর রহমানসহ স্থানীয়জন।
রেল বিভাগে ট্রেন পরিচালক আব্দুল বাছিত জানান, দীর্ঘদিন থেকে বাবা অসুস্থ অবস্থায় দিন পার করছেন। বাধ্যক্যজনিত কারনেই ইন্তেকাল করেন। বাবার রুহুের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি সকলের কাছে দোয়া চেয়েছেন।
শোক প্রকাশঃ
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুছ,আলাউদ্দিন কবির, যুুুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,সহ সম্পাদক সাইদুল হাসান সিপন,সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক তাঁর রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D