কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় জসীম উদ্দিন (২০) নামে এক যুবককে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) সকালে তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩১অক্টোবর) পাইকপাড়া বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জসীম হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো.আবু আহমেদ সুজনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ জসীমকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান দৈনিক অধিকারকে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ও আসামিকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া প্রতিনিধি