কুলাউড়ায় উপজেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২০

কুলাউড়ায় উপজেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ

স্বপন দেব, মৌলভীবাজার
আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগের শিকার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ। শনিবার(৯ মে) পৌর শহরের রেস্ট হাউজের সম্মুখে অসহায় মানুষের সুষম বণ্ঠনের জন্য উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর নির্দেশনায় এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামের তত্ত্বাবধানে খাদ্য বিতরণে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক অ্যাড. রাধাপদ দেব সজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতা কামাল হাসান, সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক গৌরা দে, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, উপজেলা আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম সোহাগ,বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান রাব্বী মিরাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জীবন রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি প্রমুখ।