কুলাউড়ায় এক যুবকের করোনা শনাক্ত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

কুলাউড়ায় এক যুবকের করোনা শনাক্ত

স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের এক যুবকের করোনায় (কভিড-১৯)শনাক্ত হয়েছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক মঙ্গলবার জানান, সোমবার (২৫ মে) রাতে ঢাকা করোনা ল্যাব থেকে ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ২১ বছরের এক যুবকের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সে উপজেলার রাউৎগাও ইউনিয়নের মনরাজ এলাকার বাসিন্দা।

তিনি জানান, গত ২৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ ২৫ মে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও জানান, ওই যুবকের শরীরে করোনা পজিটিভ হওয়ায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।