কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে চা-বাগান ম্যানেজারের মৃত্যু

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে চা-বাগান ম্যানেজারের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত চা-বাগান ম্যানেজার হাজি মো. তৈয়ব আলী (৭৩) ইন্তেকাল করেছেন। শনিবার (২০ জুন) রাতে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিকসুত্রে জানা যায়, তিনি করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা তাকে গত ১৬ জুন সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, হাজি মো. তৈয়ব আলীর গ্রামের বাড়ি জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত কুলাউড়া উপজেলার লোহাউনি চা বাগানের ম্যানেজার ছাড়াও বিভিন্ন চা বাগানে কর্মরত ছিলেন।