কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে বদরুন নেছা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। নিহত বদরুন নেছা শরীফপুরের শুকুর আলীর মেয়ে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বদরুন নেছা ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আবুল বাশার দৈনিক অধিকারকে জানান, কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুলাউড়া প্রতিনিধি