কুলাউড়ায় ছাত্রলীগের হামলায় ২ স্কুলছাত্র আহত

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

কুলাউড়ায় ছাত্রলীগের হামলায় ২ স্কুলছাত্র আহত

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরেফিন তায়েফের নেতৃত্বে সোমবার বিকেলে দিলদারপুর উচ্চ বিদ্যালয় ছুটির পর সন্ত্রাসী হামলায় ২ স্কুলছাত্র আহত হয়েছে। আহত ২ স্কুল ছাত্র কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত স্কুল ছাত্র ও স্থানীয় লোকজন জানান, বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রদের মধ্যে ক্লাসে প্রবেশ নিয়ে আগে থেকে বিরোধ চলছিলো। রোববার বিদ্যালয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ৯ম শ্রেণির ছাত্র শোভন ও একই ক্লাসের জাহিদকে দেখে নেয়ার হুমকি দেয়। পরদিন স্কুল ছুটির পর জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরেফিন তায়েফের নেতৃত্বে ৪টি মোটরসাইকেলে ৯ জন সন্ত্রাসীরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা ৯ম শ্রেণির ছাত্র মিরজান আলী (১৫) ও জামিল আহমদ (১৫) ব্যাপক মারপিট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ছাত্রদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সোমবার বিদ্যালয়ে হামলাকারীদের উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। ৯ জনের মধ্যে ৬ জন হামলাকারী রিপন, শুভন, রাহিদ, লিমন, পলাশ ও মাছুম বিদ্যালয়ে উপস্থিত হয়ে মুচলেকা দিলে স্থানীয়ভাবে বিষয়টি শেষ হয়।

এদিকে হামলার নেতৃত্বদানকারী আরেফিন তায়েফসহ বাকি ৩ আসামি অনুপস্থিত ছিলো। মঙ্গলবার তাদের ফের উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কুলাউড়া প্রতিনিধি