কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল চা শ্রমিক

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল চা শ্রমিক

দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সজল মৃধা (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সজল উপজেলার ভাটেরা চা বাগানের কান্ত মৃধার ছেলে বলে জানা গেছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে ‘কুশিয়ারা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহতের সত্যতা স্বীকার করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি সাজিদুল হক দৈনিক অধিকারকে জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘কুশিয়ারা এক্সপ্রেস’ ট্রেনটি ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান এলাকা অতিক্রমকালে ট্রেনের নিচে কাটা পড়ে সজল মৃধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কুলাউড়া প্রতিনিধি