২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
কুলাউড়ায় শাহ্ সৈয়দ রাশিদ আলী (রঃ) ফাউন্ডেশনের আয়োজনে ৩১তম ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে লংলা রাশিদিয়া শমশেরীয়া হাফিজিয়া মাদ্রাসা ও রাশিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস ও দরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন বিতরন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাশিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজির খানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেনের পরিচালনায় লংলা রাশিদিয়া শমশেরীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, প্রতিষ্টানের মাঠ ভরাটের ও শিক্ষার্থীদের পানীয় জলের সুবিধার্থে একটি গভীর নলকুপ প্রদানসহ প্রতিষ্টানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ জুবায়ের আলী বলেন অামার পিতা প্রখ্যাত দ্বীনে আলেম মরহুম শাহ্ সৈয়দ রাশিদ আলী (রঃ) এর আদর্শ বাস্তবায়নের লক্ষে পারিবারিক অর্থায়নে প্রত্যন্ত এলাকার গরীব মানুষের কল্যানে দ্বীনিই শিক্ষা প্রতিষ্টানের পাশাপাশি প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষে দু’টি প্রতিষ্টান প্রতিষ্ঠা করি। এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন সময়ে ঢেউটিন, খাদ্যসামগ্রীসহ আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি ফাউন্ডেশনের সকল কর্মকান্ডে সকলের সহযোগিতা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া অতিরিক্ত পুলিশ (কুলাউড়া সার্কেল) সুপার সাদেক কাউসার দস্তগীর, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, টিলাগাও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ফাউন্ডেশনের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ খালেদ আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কানাডা প্রবাসী ও রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সৈয়দ জাবেদ আলী, ডেইলী স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশওয়ারা, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,দৈনিক মানব কন্ঠের কুলাউড়া প্রতিনিধি জসীম চৌধুরী, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক সমকাল কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, দৈনিক গণজাগরণ কুলাউড়া প্রতিনিধি এনামুল আলম, দৈনিক আজকালের কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, দৈনিক অধিকারের প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী, ফ্রান্স প্রবাসী সৈয়দ আলী আকবর শাহিন,নারী সংগঠক তাসলিমা সুলতানা, রাশীদ আলী ফাউন্ডেশনের সদস্য হাসিনা আক্তার, পারুল মিয়াসহ ফাউন্ডেশনের নের্তৃবৃন্দ।
সভা শেষে অতিথিরা মাদ্রাসা ও স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে স্কুল ড্রেস ও হতদরিদ্র দু’পরিবারের মধ্যে ২ বান্ডিল করে ঢেউটিন তুলে দেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুলাউড়া দক্ষিনবাজার জামে মসজিদের খতিব মাওঃ হাফিজ একরামুল হক ভাদেশরী ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ রকিব আল হেলালী।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D