কুলাউড়ায় নতুন রোড ডিভাইডারের উদ্বোধন

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

কুলাউড়ায় নতুন রোড ডিভাইডারের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি:
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন রোড ডিভাইডারের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে কুলাউড়া থানা ও ট্রাফিক বিভাগের আয়োজনে থানার গেইটের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান,কুলাউড়া জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ট্রাফিক সার্জেন্ট আল আমিন, থানার এসআই সনক কান্তি দাস, টিএসআই আজাদ মিয়া, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস আর অনি চৌধুরী, এটিএসআই ফজল কাওসারসহ থানা ও ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুলাউড়া জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, শহরের যানজট নিরসনের জন্য পুরাতনকাণগুলো নষ্ট হয়ে যাওয়ায় নতুন ৭০টি কোণ উপজেলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বসানো হবে।