১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন চতুর্থ।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিলেট আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কমিশনার ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিঞা।
ফলাফলে দেখা গেছে, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া জগ প্রতীক নিয়ে ৪ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। ১৫৩ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন সিপার।
এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শফি আলম ইউনুছ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ ১ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, কুলাউড়া পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৪ হাজার ৮১০ জন। এর মধ্যে আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪ হাজার ৮১০টি। এর মধ্যে বৈধ ভোট ছিল ১৪ হাজার ২৯৩ এবং বাতিল হয় ৫১৭ ভোট।
ফলাফল ঘোষণা শেষে সিলেট আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কমিশনার ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিঞা বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো প্রার্থী কোনো অভিযোগ থাকলে তারা তা আইনগতভাবে জানাতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D