কুলাউড়ায় প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

কুলাউড়ায় প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ায় আব্দুল মোক্তাদির লিলু (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে কাদিপুর ইউনিয়নের বাদে-মনসুর এলাকার জলাশয়ে লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে।লাশ উদ্বার হওয়া লিলু জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত রজাক মিয়ার প্রতিবন্ধী ছেলে। পুলিশ বলছে সে অনেকটাই মানষিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ছিলো।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।