কুলাউড়ায় বিয়েতে এসে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

কুলাউড়ায় বিয়েতে এসে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাতে বিয়ের অনুষ্ঠানে অসাবধানতাবশত কমিউনিটি সেন্টারের ছাদ থেকে পড়ে পুলক দে (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার (১১ মার্চ) রাতে টিলাগাঁও বাজারের তাহির আলী কমিউনিটি সেন্টারে এক হিন্দু পরিবারের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় ওই ভবনের ছাদে যায় পুলক। এক পর্যায়ে অসাবধানতাবশত রাত সাড়ে ৯টার দিকে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। নিহত পুলক টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের প্রণব দের ছেলে।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই পরিমল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, লাশের ময়না তদন্তের পর বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।