২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির আয়োজনে ১৭ তমবর্ষ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। প্রতি বছরের ন্যায় এবারও কুলাউড়ার ক্ষিণ বাজারের শ্রী শ্রী কালীবাড়িতে সকাল ৮টায় পূজা শুরু হয়ে অঞ্জলি প্রান করা হয় ১২ টায়। ুপুর ২টায় ভক্তবৃ›ের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব।
দেবশিল্পী বিশ্বকর্মার আশিষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তাঁরা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। কথিত আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়।
অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং ারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। শ্রীশ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন বাংলাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদ্দরুজাম্মান সজল সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই,১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম,২নংওয়ার্ড মেম্বার ও সেলুন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক চন্দ, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি কান্ত দেব, সম্পাদক সুদীপ্ত চৌধুরী সত্যম,পল্লী চিকিৎসক বিষ্ণু পদ ও, কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির সভাপতি ক্ষিতিশ চ›,সাধারণ সম্পাদক রতন চন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপাল চন্দ,দিলীপ চন্দ,দিপক চন্দ,প্রনত শীল,শীতল চন্দ কালা,হরিপদ চন্দ,সুমন চন্দ,নিতাই চন্দ,সাগর কপালী,সুবল চন্দ,হৃদয় চন্দ,দিপু চন্দ, পিকু,পলাশ,সঞ্জয়,বিদ্যুৎ,সন্তোষ,সঞ্জিত,শ্যামল,সাওন,রিংকু,শিপন,কানন প্রমুখ।
পূজা পরিচালনা কমিটির পক্ষে সভাপতি অনাদি চন্দ এবং সাধারণ সম্পাদক লিটন বৈদ্য লিটু বিশ্বকর্মা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D