১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মধা ইউনিয়নের পুটিছড়া পানপুঞ্জি এলাকায় গতরাতে অভিযান চালিয়ে নিখোঁজ ইছমত আলী (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) ছয়জনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- লম্বাছড়া পুঞ্জির আদিবাসী প্রনলা (৪০), আশা হাকিডক (২২), রিয়া রিচিল (২২), জুয়েল ওরফে সনি পলেন (২৫), সাজিব (২৭) ও আসকরাবাদের রোকেয়া বেগম (৩০)।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। বুধবার বিকালে আসামিদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘরগাও নিবাসী মৃত ইছহাক আলীর ছেলে ইছমত আলী কর্মধা ইউনিয়নের লম্বাছড়া পুঞ্জিতে পাহারাদারের চাকরিরত অবস্থায় গত শুক্রবার রাতে নিখোঁজ হন। পরে তার কোনো সন্ধান না পাওয়ায় গত সোমবার রাতে কুলাউড়া থানায় এক জিডি করা হয়। জিডির প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক কাওসার দস্তগীরের নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশের একটি টিম রাতব্যাপী পুটিছড়া পুঞ্জি এলাকায় অভিযান চালায়। এরপর বড় ভোগাছড়ার তিন ফুট মাটির নিচে পুঁতে রাখা নিখোঁজ ইছমতের লাশ উদ্ধার করা হয়।
কুলাউড়া প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D