কুলাউড়ায় শতাধিক দুস্থদের খাদ্য সামগ্রী দিল বন্ধুমহল

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

কুলাউড়ায় শতাধিক দুস্থদের খাদ্য সামগ্রী দিল বন্ধুমহল
শরীফ অাহমেদ
করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কুলাউড়ার তরুণ বন্ধুমহল। এই বন্ধুমহলে রয়েছেন বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ও তাদের অনেক প্রবাসী বন্ধু। তাদের যৌথ অর্থায়নে অর্ধ লক্ষ টাকার খাদ্য সামগ্রী শতাধিক অসহায় মানুষকে চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বন্ধু টিমের সদস্যরা।
মানুষের এই দুঃস্বময়ে মানবতার টানে যারা কাজ করছেন তাদের মধ্যে রিফায়াত ইসলাম মাহি, সোহান আহমেদ,আব্রার ফাইয়াজ চৌধুরী তাহা, মিনহাজুর রাহমান জয় ,জাবীর চৌধুরী ও ফারহানা আক্তার মুনা। তাদের সহযোগী হয়ে মানব কল্যাণমূখী কাজ করছেন পুলক, সাইকুল মুমিন,শুভ ও তাওহীদ।
তাদের এই মানবিক কার্যক্রমে সাড়া দিয়ে সাথে ছিলেন কুলাউড়া ট্রাফিক বিভাগের পরিদর্শক রফিকুল ইসলাম।
তাদের খাদ্য সামগ্রী ছিল চাল ৫ কেজি,আলু ২ কেজি,১ লিটার তেল ,১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, লবণ ১ কেজি, ১কেজি অাটা, সাবান ১ টি ও ঔষধ নাপা ট্যাবলেট ১ পাতা।
এ বিষয়ে জানতে চাইলে এই মানবিক উদ্যোক্তাদের প্রধান রিফায়াত ইসলাম মাহি বলেন, এই কঠিন সময়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাই অামাদের বন্ধুমহলের যৌথ অর্থায়নে অামাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানবিক দিক বিবেচনা করেই অারো মানবিক কার্যক্রমের পরিকল্পনা রয়েছে।