কুলাউড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধরা খেল বখাটে

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

কুলাউড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধরা খেল বখাটে

স্কুল থেকে ফেরার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানু মিয়া (৩২) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে খবর পেয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবকে আটক করেছে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা।

এর আগে একই দিন দুপুরে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রী বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল। পথিমধ্যে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে পাশের রাবার বাগানের একটি নির্জন স্থানে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, স্কুল থেকে ফেরার সময় আনিছ ও তার সহযোগী মিলে তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর আত্মচিৎকারে ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ওই দুই বখাটে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

এ দিকে, আটকের ঘটনার স্বীকার করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দৈনিক অধিকারকে জানান, ভুক্তভোগী ওই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে থানায় তার পরিবার একটি অভিযোগ দিয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অপর ধর্ষককে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কুলাউড়া প্রতিনিধি