২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষসভা অনুষ্টিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া হাসপাতালের আরএমও ডাঃ জাকির হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান।
বিশেষ সভায় সর্ব সন্মতভাবে সরকারি নির্দেশনা মেনে অনাড়ম্বরভাবে এবারের দূর্গোৎসব পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পূজা মন্ডপে পূজারী ও দর্শনার্থীদের উৎসব পালন করার অনুরোধ জানান উপজেলা প্রশাসন। সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি স্বপন দেব রতন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ কান্ত দত্ত প্রমুখ।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D