কুলাউড়ায় সাংবাদিকদের সুরক্ষায় পিপিই উপহার দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাওন

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

কুলাউড়ায় সাংবাদিকদের সুরক্ষায় পিপিই উপহার দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাওন
শরীফ অাহমেদ
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত। বিশেষ করে প্রশাসন ও ডাক্তারের পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে কুলাউড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট-পিপিই) উপহার দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের অন্যতম সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাঈদ খাঁন শাওন। তাঁর এই প্রচেষ্টায় উপজেলায় কর্মরত ১০জন সাংবাদিকের মধ্যে শনিবার (১১ এপ্রিল) বিকেলে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিস, উপজেলা স্বাস্থ্য বিভাগ, কুলাউড়া থানাসহ শহরের নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রায় ২’শ হ্যান্ড স্যানিটাইজার, ১৫০টি মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস ১০০ পিছ প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর,ওসি (তদন্ত) কুলাউড়া থানা সঞ্জয় চক্রবর্তী তাঁদের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাঈদ খান শাওনের এই মানবতার প্রশংসা করেন। এবং এই কঠিন সময়ে সবাই নিজ নিজ দায়িত্ব সচেতন হওয়ার অাহবান জানান।
এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাঈদ খাঁন শাওন মোবাইলে বলেন, যেহেতু গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের জন্য মাঠে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই হিসেবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াসমাত্র। এছাড়াও কুলাউড়ার বাকি গণমাধ্যমকর্মীদের পর্যায়ক্রমে পিপিই উপহার দিতে অামি চেষ্টা করছি।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন জানান, মফস্বল পর্যায়ে গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সেই মুহুর্তে কুলাউড়ার সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাওন গণমাধ্যমকর্মীদের পাশে এসে দাঁড়িয়ে দৃষ্টান্ত দেখালেন। নিজেদের সুরক্ষার জন্য সকল গণমাধ্যমকর্মীকে সরকারিভাবে পিপিই প্রদানেরও অনুরোধ জানান তিনি।