১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের স্কুলছাত্র পলাশ হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল স্থানীয় সর্বস্তরের মানুষ। হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে রোববার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা বাজারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
কর্মসূচিতে সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ একাত্মতা পোষণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পলাশ হত্যাকান্ডের সাথে জড়িত রাহেল আহমদ, জাহেদ আলী ও তার পিতা মির্জান আলী পুলিশে হাতে আটক হলেও এই নির্মম হত্যাকান্ডের দায়ে তাদের ফাঁসির দাবি জানান। অভিযোক্তরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তাদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাবেক মেম্বার আব্দুল জলিলের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য দেন অনলাইন গণমাধ্যম ২৪টুডেনিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী, ছাত্রনেতা জীবন রহমান, মেম্বার ছালিক আহমদ, মেম্বার জমশেদ আলী, মহিলা মেম্বার বৃন্দা রানী গোয়ালা, শিক্ষক সঞ্জয় দেবনাথ,ব্যবসায়ী আজিজুর রহমান, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।
মানববন্ধনে নিহত স্কুল ছাত্র পলাশ শব্দকরের বাবা পরিমল শব্দকর তার বক্তব্যে বলেন, ঘাতকদের সাথে আমি ও আমার ছেলের কোন বিরোধ ছিলো না। তারপরও তারা আমার ছেলেকে হত্যা করেছে। আর যেন এভাবে কোন মায়ের বুক খালি না হয়। তিনি হত্যাকারিদের ফাঁসি চান।
কুলাউড়া প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D