কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মৌলভীবাজার প্রতিনিধিঃ

কুলাউড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে কুলাউড়া – মৌলভীবাজার সড়কের হলিছড়া চা-বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুর রহমান উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

তিনি আবুল খায়ের গ্রুপ কোম্পানীর জিলানী এন্টারপ্রাইজের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। সকালে মোটর সাইকেল যোগে কুলাউড়া থেকে আবুল খায়ের গ্রুপের মৌলভীবাজার জেলা অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পথিমধ্যে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা-বাগান এলাকায় পৌঁছানোর পর অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে কুলাউড়া থানার (এস আই) মো আখতারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।