কুলাউড়ায় ২জনের দেহে করোনা পজেটিভ : ১২টি বাড়ি লকডাউন

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

কুলাউড়ায় ২জনের দেহে করোনা পজেটিভ : ১২টি বাড়ি লকডাউন

স্বপন দেব, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের একজন মহিলা অপর জন কুলাউড়া থানা পুলিশের সদস্য বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নুরুল হক। গত মঙ্গল (২২এপ্রিল) গভীর রাতে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ি সহ পার্শ্ববর্তী ১২ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমেদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হক,থানা ভার প্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান আবাসিক মেডিকেল অফিসার, চেয়ারম্যান কাদিপুর ইউনিয়ন পরিষদ মো. আব্দুস ছালাম।
ইউ.এইচ.এফ.পি.ও ডা. নূরুল হক জানান, আক্রান্ত মহিলা বাড়ির কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তাঁর বাড়ির লোকজনদের বুধবার(২৩ এপ্রিল) করোনা পরীক্ষা করা হবে। আর আক্রান্ত পুলিশ মুক্তিযোদ্ধা কমপ্লেকের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের দুজনকে করোনা গাইড লাইন অনুসরণ করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন আক্রান্ত পুলিশ সদস্য কিছুদিন আগে ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে। আক্রান্ত দু’জনই কম্উিনিটি ট্রান্সমিশনের মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, আক্রান্ত দুজনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন, বারবার এলাকার জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও অকারণে বাসা বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানানোর পরও অনেকে তা মানছেন না। ফলে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে সংক্রমিত হওয়ার সম্ভাবনা দিনদিনই বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারি নির্দেশনা মতো সকলকেই ঘরে থাকার অনুরোধ জানান তিনি।