কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ আর নেই

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কলেজ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রউফ আর নেই। রবিবার সকাল ৯ ঘটিকার সময় উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি জটিল হৃদরোগ জনিত সমস্যায় ভূগছিলেন। রবিবার প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করে নিজ ঘরেই ছিলেন। সকাল ৯ ঘটিকার সময় কুলাউড়া উপজেলা মসজিদের পার্শ্ববর্তী নিজ বাসাতেই তার শারিরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান তাঁর পরবিার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।