কুলাউড়া উপজেলা আ. লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

কুলাউড়া উপজেলা আ. লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিলকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কুলাউড়া পৌর মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিছবাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রঊফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা অংশ নেন।

এ সময় আগামী ১০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বর্তমান সভাপতি মো. আব্দুল মতিনকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুকে সদস্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সদস্য করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,  বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১২ ডিসেম্বর কাউন্সিলে ৬৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ১৫ বছর পর অনুষ্ঠিতব্য কুলাউড়া আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উৎসাহ বিরাজ করছে।

কুলাউড়া প্রতিনিধি