কুলাউড়া সরকারি কলেজে সহকারি অধ্যাপকের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

কুলাউড়া সরকারি কলেজে সহকারি অধ্যাপকের বিদায় সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক ফাতেমা বেগমের অবসরজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে একই বিভাগের স্নাতক শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে কলেজের ছাত্র তাহমিদ খাঁন শাওন এবং জোবেদা খানম কলির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক মো. জমসেদ খাঁন, জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক সিপার উদ্দিন আহমদ, প্রভাষক খালেদ আহমদ, ঝুমা চক্রবর্তী, মৃদুল লাল দে, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, অনলাইন গণগণমাধ্যম ডেইলী বিডিমেইলের সম্পাদক এ কে এম জাবের, প্রিয় বাংলা অনলাইন গণমাধ্যমের সম্পাদক নাজমুল বারী সোহেল।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন কলেজের সিনিয়র ছাত্র মিজানুর রহমান মিজান, হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র তাজুল ইসলাম তুহিন, আব্দুল মোক্তাদির, বাবর আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজ ছাত্র সাব্বির আহমদ। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মারুফা আক্তার।

সংবর্ধিত অতিথি ফাতেমা বেগম বক্তব্যে বলেন, ‘বাংলা বিভাগের শিক্ষার্থীদের এমন আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এই বাংলা বিভাগের শিক্ষার্থীদের পাঠদান কালে চেষ্ঠা করেছি সবার মন জয় করতে। তোমাদের কাছে আমার একটাই প্রত্যাশা তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদের কাছ থেকে একটি আলোকিত ভবিষ্যৎ চাই। তাহলে আমার কষ্টটা স্বার্থক হবে।’

উল্লেখ্য, বিদায়ী সহকারী অধ্যাপক ফাতেমা বেগম কুলাউড়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তণ সহকারী অধ্যাপক ওয়াহিদ উদ্দিন আহমদের স্ত্রী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাবিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৮৬ সালে চাকুরী জীবনে প্রবেশ করেন। প্রথমে বড়লেখা সরকারি কলেজে প্রভাষক হিসেবে দীর্ঘদিন চাকুরী করেন। পরবর্তীতে ২০১২ সালে কুলাউড়া সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।