কেন্দ্র দখল করে ব্যালটে সিল

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭

কেন্দ্র দখল করে ব্যালটে সিল

কুমিল্লা সিটির গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের বের করে দিয়ে কেন্দ্র দখলে নিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। দুপুর দেড়টার দিকে তারা কেন্দ্রের সবকটি বুথের নিয়ন্ত্রণ নেয়। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ওই কেন্দ্রের একজন পোলিং অফিসার কাজী সেলিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জোর করে কেন্দ্রে ঢুকে পড়েছেন।
ঘটনাস্থলে সাংবাদিক পরিচয়ে প্রবেশ করলে কিছুসময়ের জন্য সিল মারা বন্ধ হয়। পড়ে স্থানীয় এক নেতা এসে বলেন, সাংবাদিক থাকলেও সমস্যা নেই। তোমরা সিল মারতে থাকো। আমরা সরকারের লোক। কেউ যেন ডিস্টার্ব না করে। সেখানকার পোলিং অফিসার নুরুল হক বলেন, আমরা প্রিসাইডিং অফিসারকে আগেই অবহিত করেছি বিষয়টা। কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এত কিছু করার পরও তাদের মন ভরাতে পারছি না।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল