কোদালিছড়ার উন্নয়নে ২৩ কোটি টাকার চুক্তি

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

কোদালিছড়ার উন্নয়নে ২৩ কোটি টাকার চুক্তি

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে ২৩ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে শহরের পানি নিষ্কাশনের একমাত্র জলাধার কোদালিছড়ার উন্নয়ন কাজ। এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে ও গার্ড ওয়াল নির্মাণ। ফুলে ফুলে সুশোভিত হবে কোদালিছড়ার দুইপাড়।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর মিলনায়তনে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঠিকাদারদের সঙ্গে চুক্তি সম্পাদন করেন মেয়র ফজলুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাবেক পৌর কাউন্সিলর আশুরঞ্জন দাশ, হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হন কোদালিছড়া সংস্কার কাজের অন্যতম উদ্যোক্তা মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক কামরুল হাসান এবং তোফায়েল ইসলাম নেহাল।

কোদালিছড়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শহরের ড্রেন ও খালে ময়লা না ফেলাসহ সর্বোপরি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সভায় গুরুত্ব দেওয়া হয়।