সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
স্পোর্টস ডেস্ক ::
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে দিল্লি ক্যাপিটালস। এর আগে একবার শিরোপার দুয়ারে গিয়েও হোচট খায় দিল্লি। আগের সেই পরাজয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমবার ট্রফির স্বাদ পেতে চায় স্রেয়াশ আইয়ারের নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে পাঁচবার ফাইনালে খেলে সর্বোচ্চ চারবার শিরোপা জিতে। পঞ্চমবার ট্রফি জিততে চায় রোহিত শর্মা-জসপ্রিত বুমরাহরা।
আইপিএল চলতি আসরের শুরু থেকেই একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে লড়াই করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। মুম্বাই সবার আগে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করার পাশাপাশি ফাইনালও নিশ্চিত করে।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস, গ্রুপপর্বের শেষ পর্যায়ে এসে টানা হেরে দুশ্চিন্তায় পড়ে যায়। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জিতে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে। শুধু তাই নয়, প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইয়ের কাছে হেরে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দিল্লি।
চলতি আইপিএলে গ্রুপপর্ব এবং কোয়ালিফায়ার মিলে তিন ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই বনাম দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচেই একক আধিপত্য বিস্তার করে মুম্বাই। গ্রুপপর্বে দুই ম্যাচে ৫ ও ৯ উইকেটে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। আর কোয়ালিফায়ারে ২০০ রান করে জয় পায় ৫৭ রানে। ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর গত আসরের শিরোপাজয়ী মুম্বাই।
তবে আগের তিন হারের প্রতিশোধ নিয়ে প্রথবার আইপিএল শিরোপা জিততে চায় রিকি পন্টিংয়ের শীষ্যরা। শিরোপা জয়ে নিজেদের সর্বোচ্চ উজার করে দেয়ার জন্য মুখিয়ে আছেন দিল্লির ক্রিকেটাররা।
মাঠের লড়াইয়ে নামার আগে হলফ করে বলা মুশকিল কার ঘরে উঠছে শিরোপা। তবে কাগজে কলমে দিল্লি ক্যাপিটালসের চেয়ে একধাপ এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই বিশ্বমানের অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে।
তবে ফাইনাল ম্যাচ বলে কথা! অনেক সময় স্কোয়াডে বিশ্বমানের ক্রিকেটার থাকা সত্ত্বেও স্নায়ুচাপ এড়ানো যায় না। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে যারাই চাপহীন ক্রিকেট খেলতে পারবে, শিরোপা তাদেরই হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি