Social Bar

কোনোমতে ভায়োদলিদকে হারাল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

কোনোমতে ভায়োদলিদকে হারাল রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক :: নিজেদের ঘরের মাঠে হোঁচট খেতে খেতে জয় পেল রিয়াল মাদ্রিদ।

মূলত ভায়োদলিদ ডিফেন্ডারের ভুলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন স্প্যানিশ জায়ন্টরা।

কষ্টার্জিত এ জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিতে পেরেছেন জিনেদিন জিদানের শিষ্যরা। অব্যাহত রইল অপরাজিতের যাত্রা।

সান্তিয়াগো বার্নাব্যুতে সবশেষ ২০ ম্যাচের কোনোটিতেই হারেনি মাদ্রিদ।

তবু চলতি লিগে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে রয়েছে গেটাফে।

বুধবার রাতের ম্যাচে শুরুতে মাদ্রিদের বেশ কয়েকটি শট বিফলে যায়। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর জোরালো শট ঠেকিয়ে দেন ভায়োদলিদ গোলরক্ষক রবার্তো। ফেডে ভালভার্দের শটও কর্নারের বিনিময়ে বাঁচান রবার্তো।

ম্যাচের ১৭ মিনিটে ফের জোভিচকে হতাশ করেন ভায়োদলিদ গোলরক্ষক।

২৭ মিনিটের মাথায় মাঠের বাইরে মেরে সহজ সুযোগ মিস করেন সার্বিয়ান ফরোয়ার্ড মদরিচ।

গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে নেমে যেন প্রথমার্ধের পুনঃপ্রচার দেখেন সমর্থকরা। জোভিচের নিখুঁত এক হেড ফিরিয়ে মাদ্রিদকে গোল বঞ্চিত করেন ভায়োদলিদ গোলরক্ষক। ফিরতি বলে ক্যাসেমিরোর প্রচেষ্টাও ক্রসবারে লেগে ফিরে আসে।

গোল আসছে না দেখে ম্যাচের ৫৮ মিনিটের মাথায় তিন খেলোয়াড় বদল করেন জিদান।

জোভিচ, ইসকো ও ওদ্রিওলার বদলে মাঠে নামানো হয় ভিনিসিয়াস জুনিয়র, অ্যাসেনসিও এবং মায়োরালকে।

আর জিদানের তুরুপের তাস বনে যান ভিনিসিয়াস। তার পা থেকেই কাঙ্ক্ষিত গোলটি আসে।

অফসাইডে দাঁড়িয়ে থাকা ভিনিসিয়াসকে ভুল করে বল বাড়িয়ে দেন ভায়োদলিদ ডিফেন্ডার। আর সুযোগটি মিস করেননি ভিনিসিয়াস।

এবার রবার্তোকে ফাঁকি দিতে সক্ষম হন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ভিনিসিয়াসের এই গোলে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছেড়েছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News