কোম্পানীগঞ্জে গৌরীনগর গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

কোম্পানীগঞ্জে গৌরীনগর গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন

কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ।
গৌরীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ জমির উদ্দিনের সভাপতিত্বে ও গৌরীনগর আল বারাকা মোহাম্মদীয়া মাদরাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর পরিচালক আলহাজ¦ শামসুজ্জামান দোলন, ডিজিএম খোরশেদ আলম, সিলেট জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, চুনা পাথর আমদানী রপ্তানীকারক সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান নোমান, গৌরীনগর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ, আলীম উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল আহমদ, স্থানীয় ইউপি সদস্য রইছ উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন, আব্দুস শহীদ, দুদু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা শামীম আহমদ বলেছেন, কোম্পানীগঞ্জ উপজেলার বিদ্যুৎ বঞ্চিত গ্রামগুলোর একটি ঘরও বিদ্যুৎবিহীন আর থাকবে না। বর্তমান সরকারের আমলেই স্থানীয় সংসদ সদস্য জননেতা ইমরান আহমদের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। এক্ষেত্রে একজন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেতে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত একটি টাকাও কাউকে দিতে হবে না।
পরে প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এর ফলে ২২৪টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। বিজ্ঞপ্তি