কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৭

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ সালের ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। বালকদের খেলায় (১৫মে) সোমবার ফাইনাল ম্যাচে নারাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালিকাদের মধ্যে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টুকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ১ নং পশ্চিম ইসলামপুর ইউপি পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দীন, পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল জলিল,সাবেক মেম্বার গেদা মিয়া, পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক বিলাল আহমদ, দাতা সদস্য নুরুল ইসলাম। ,মেম্বার মুজিবুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সফাত উল্লাহ,শিক্ষক সৈলন চন্দ্র নাথ,পাড়ুয়া বানিজ্য সংস্থার সভাপতি নিজাম উদ্দীন,পাড়ুয়া ছাত্র কল্যাণ ফেডারেশন এর সভাপতি ফারুক আহমদ,সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল