২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক
ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও চরম উত্তেজনাকর পরিস্থিতিতে অনেক সময় মেজাজ হারিয়ে খেলোয়াড়রা প্রতিপক্ষকে স্লেজিং করে থাকেন।
আসন্ন অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজেও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
তিনি বলেছেন, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও পেট কামিন্সরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলেন। তাই তারা মাঠে ভারতীয়দের সঙ্গে স্লেজিংয়ে জড়াবেন না। তবে অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক টিম পেইন হয়তো কোহলিদের সঙ্গে স্লেজিংয়ে জড়াতে পারেন। কারণ সে আইপিএল খেলে না।
সনি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে কাইফ বলেছেন, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, পেট কামিন্স কেউই ভারতীয়দের সঙ্গে মাঠে কথার লড়াইয়ে যাবে না। টিম পেইন আইপিএল খেলে না, আইপিএলের সঙ্গে তার কোনো সস্পর্ক নেই। তাই সে ভারতীয়দের সঙ্গে স্লেজিংয়ে জড়াতেই পারে।
এর আগেও অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার টেস্ট সিরিজে স্লেজিংয়ের মতো ঘটনা ঘটেছে। আসন্ন অ্যালান বর্ডার-সুনীল গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়ান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ক্রিকেটের সঙ্গে স্লেজিংয়ের কোনো সম্পর্ক নেই। স্লেজিং এড়াতে দীর্ঘদিন ধরেই আমরা কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচগুলো হবে মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেনের ক্রিকেট গ্রাউন্ডে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D