২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই ভারতে ফিরছেন ম্যান ইন ব্লুর অধিনায়ক বিরাট কোহলি।
কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব অজিঙ্কা রাহানেকে দেয়া হতে পারে বলে আভাস দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে, কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব রোহিত শর্মার কাঁধে তুলে দেয়া উচিত। সেটাই হবে চমৎকার সিদ্ধান্ত।
সম্প্রতি ইন্ডিয়া টুডে’র একটি অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে এসে এমনটাই মন্তব্য করলেন মাইকেল ক্লার্ক।
ক্লার্ক বলেছেন, ‘আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির তিন টেস্ট ম্যাচে যে বিরাট কোহলি থাকছেন না, এটি ভারতীয় ক্রিকেট দলের জন্য একটা অপূরণীয় ক্ষতি। কারণ ম্যাচে কোহলির পারফরম্যান্স ও অধিনায়কত্ব যথেষ্ট প্রভাব বিস্তার করে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত অবশ্যই কোহলির অনুভব করবে। তবে কোহলি না থাকলে আমি অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে প্রথম পছন্দ হিসেবে রাখতাম।’
ক্লার্ক যোগ করেন, ‘আমি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকতাম, তা হলে বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মার কাঁধেই ভারত দলের দায়িত্ব তুলে দিতাম। ’
যদিও চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মার ঠাঁই হবে কিনা সেই প্রশ্ন এখনও ধোয়াশার মধ্যেই রয়েছে।
তিনি এখনও পুরোপুরি ফিট নন বলে জানিয়েছে বিসিসিআই। আগামী ১১ ডিসেম্বর রোহিতের ফিটনেস সম্পর্কে চূড়ান্ত তথ্য পেশ করবে তারা। তারপরই সিদ্ধান্ত নেয়া হবে মুম্বাই ইন্ডিয়ানস দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন কি না।
এ বিষয়ে মাইকেল ক্লার্ক বলেন, ‘রোহিতকে টেস্ট সিরিজ়ের আগে ফিট করতে আমি যথাসাধ্য চেষ্টা করতাম যাতে ও এই সিরিজটা খেলতে পারে। তাকে আমি ৬ নম্বরে ব্যাট করাতাাম। এটা ১০০ শতাংশ সঠিক যে, কোহলির অনুপস্থিতিতে রোহিত ছাড়া আর কেউ ভারতকে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য নয়। কোহলির অনুপস্থিতিতে রোহিতই একমাত্র ভারতীয় ক্রিকেট দলকে যে কোনো ফরম্যাটে নেতৃত্ব দিতে পারে।’
রোহিতের প্রশংসায় ক্লার্ক বলেন, ‘রোহিতের অধিনায়কত্ব এবং নেতৃত্ব দেয়ার ক্ষমতা এককথায় অসাধারণ। আইপিএল টুর্নামেন্টে বিষয়টি আরও একবার প্রমাণ করে দেখাল সে। ও জানে, কীভাবে নেতৃত্ব দিতে হয়। ’
প্রসঙ্গত জানুয়ারির প্রথম সপ্তাহেই বাবা হতে চলেছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। আর আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট ম্যাচ। তাই প্রথম টেস্ট ম্যাচের পরেই ভারতে ফিরে আসছেন বিরাট কোহলি।
তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D