কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রাখছেন ইউসুফ

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রাখছেন ইউসুফ

স্পোর্টস ডেস্ক ::
কয়েক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন ভারতের ব্যাটিং নিউক্লিয়াস বিরাট কোহলি ও পাকিস্তানের মিডলঅর্ডার বাবর আজম। এ দুজনকেই বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান ভাবছেন অনেকে। তবে তাদের মধ্যে কে এগিয়ে এ নিয়ে বিতর্ক রয়েছে।

চলতি বছরের জুনে দুই ক্রিকেটারের ফর্ম তুলনা করে বাবরকেই এগিয়ে রাখেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।

বাবরকে ভারত দলের অধিনায়কের চেয়ে এগিয়ে রেখে মন্তব্য করেছিলেন সাবেক পাক তারকা মিডলঅর্ডার ইনজামামও।

সাবেক পাক গতিতারকা শোয়েব আখতার বিরাট কোহলিকে এগিয়ে রাখলেও মনে করেন, এভাবে খেলে যেতে থাকলে বাবর আজম কোহলির কয়েকটি রেকর্ড ভেঙে দেবেন।

এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হলেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।

তার মতে, কিছু কিছু ক্ষেত্রে কোহলিকেও হার মানিয়েছেন বাবর।

সম্প্রতি টাইমস নাউকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউসুফ বলেন, এটি ঠিক যে, বাবর আজমের চেয়ে বিরাট কোহলি অনেক বেশি অভিজ্ঞ। অনেক ম্যাচ খেলেছেন তিনি। বাবর শুধু গত ৩-৪ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছে। তবে নির্দিষ্টসংখ্যক কিছু ম্যাচ নিয়ে কথা বললে, কোহলির চেয়ে এগিয়ে রয়েছে বাবর। আমি বরং বলব, সেখানে বাবরই সেরা।

মোহাম্মদ ইউসুফ বলেন, কোহলি এমন একজন ক্রিকেটার যেসব দেশের বিপক্ষেই ভালো রান পেয়েছে। অধিনায়ক হওয়ার পর সে আরও দুর্দান্ত খেলছে। এদিকে ইংল্যান্ডের মাটিতে বাবর চমৎকার খেলেছে। এটি মানতে বাধ্য সবাই যে, ইংল্যান্ডের কন্ডিশনে টেস্টে ভালো করাটা বেশ কঠিন। বাবর গত ছয় বা ৯ মাসে দুর্দান্ত খেলছে। তার এই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী করতে হবে।

টি-টোয়েন্টিতে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন বাবর। মাত্র ৪৩ ম্যাচ খেলে ১৫টি ফিফটির সাহায্যে ৫০.৫৩ গড়ে ইতিমধ্যে ১৬৩০ রান করেছেন বাবর। পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান আর মাত্র ৬১ রান করলেই নিজ দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহে শীর্ষ তিনে পৌঁছে যাবেন।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৮২ রান করেন বাবর। তার আগে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেন ৭৭* ও ১২৫ রানের দুর্দান্ত ইনিংস।

এখন পর্যন্ত ২৯ টেস্ট খেলে ৫ শতক ও ১৫ অর্ধশতক হাঁকিয়ে ২০৪৫ রান করেছেন বাবর। ৭৭ ওয়ানডে খেলে ১২ সেঞ্চুরি আর ১৬ হাফসেঞ্চুরিতে ৩৫৮০ রান জমা করেছেন তিনি। টেস্টে এখন অবধি সেঞ্চুরি না পেলেও ৪২ ইনিংসে ১৬৮১ রান করেছেন বাবর।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল