২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
খেলাধুলা :চোখ ছিল কোহলির ওপরেই। আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ভারতকে রান–পাহাড়ে চাপা দিয়েছে। আজ আগে ব্যাট পেয়ে ভারত তেমন কিছু করতে পারে কি না, সেদিকে নজর ছিল।শেষ মেশ সবটুকু আলো কেড়ে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর তাঁকে যোগ্য সংগত দিয়ে স্কোরবোর্ডে ভারতকে সম্মানজনক স্কোর তুলতে সহায়তা করেছেন আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই দুজনের ব্যাটে চড়ে শেষ দিকের ঝড়ে তিন শ পেরিয়েছে সফরকারীরা। ৫০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩০২ রান ধবলধোলাই যাতে না হতে হয়, সে জন্য এ ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছে আগের দুই ম্যাচে হেরে যাওয়া ভারত। ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জায়গায় এ ম্যাচে সুযোগ পেয়েছেন শুবমন গিল। দুই ম্যাচে ব্যর্থ স্পিনার যুজবেন্দ্র চাহাল জায়গা হারিয়েছেন, দলে এসেছেন কুলদীপ যাদব। মোহাম্মদ শামির জায়গায় এসেছেন এবার আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমক–জাগানিয়া তামিলনাড়ুর পেসার টি নটরঞ্জন। নবদীপ সাইনির জায়গায় আনা হয়েছে শার্দুল ঠাকুরকে।ভারতের শুরুটা একটু সাবধানীই ছিল। তা সত্ত্বেও নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। এক প্রান্ত আগলে রাখেন বিরাট কোহলি। ফিফটি তোলার কিছুক্ষণ পরেই পেসার জশ হ্যাজলউডের শিকার হন কোহলি। এ নিয়ে এই সিরিজে তিনবারই হ্যাজলউডের বলে আউট হলেন ভারত অধিনায়ক। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ না দিতে পারার ব্যর্থতা এ ম্যাচেও দেখা গেল। ৭৮ বলে পাঁচ চারে ৬৩ রান তোলেন কোহলি।তবে এর মধ্যেই ব্যক্তিগত ২৩ রানের সময়ে ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়ক, ওয়ানডে ইতিহাসে তাঁর চেয়ে কম ইনিংসে ১২ হাজার রান আর কেউ করতে পারেননি। কোহলি যাওয়ার পরেই ইনিংসের হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।এ দুজন একেবারে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে গেছেন। ষষ্ঠ উইকেট জুটিতে ভারতের হয়ে গড়েছেন তৃতীয় সর্বোচ্চ জুটি—১৮ ওভারে জুটিতে আসে ১৫০ রান। দুজনই মোটামুটি টি-টোয়েন্টি মেজাজেই খেলার চেষ্টা করেছেন। শেষ ৬ ওভারে ৮৬ রান তুলে দুজনই বুঝিয়েছেন, দলের প্রয়োজনে উইকেট ধরে খেলতে যেমন পারেন, মারকাটারি ব্যাট চালাতেও পিছপা হন না। শেষের এই ঝড়েই মূলত ৩০০ পেরোয় ভারত।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D