সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক
আইপিএল শেষ হতেই গত বুধবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেয় টিম ইন্ডিয়া। দীর্ঘ আড়াই মাসের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল। যদিও প্রথম টেস্ট খেলেই ভারতে ফিরে আসছেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। আর আসছে বছরের জানুয়ারির শুরুতেই মা হচ্ছেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
সন্তানসম্ভবা স্ত্রী আনুশকার পাশে থাকতেই দুটি টেস্ট ছেড়ে দিয়ে দেশে ফিরছেন কোহলি।
কোহলির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের সাবেক তারকা ও দলটির হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।
এ সিদ্ধান্তের কারণে কোহলির প্রতি তার সম্মান আরও বেড়ে গেছে বলে জানান ল্যাঙ্গার।
শুক্রবার এক ভিডিও কনফারেন্সে জাস্টিন ল্যাঙ্গার বলেন, নিঃসন্দেহে কোহলি সম্ভবত আমার জীবনে দেখা সেরা খেলোয়াড়। ক্রিকেটের প্রতি তার প্যাশন, তার ফিল্ডিং– সব কিছুতেই তার এতটা প্রাণশক্তি থাকে, আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। তবে তার এমন সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তিনি ক্রিকেটের চেয়ে স্ত্রী-পরিবারকে বেশি মূল্য দিয়েছেন।
ল্যাঙ্গার আরও বলেন, বিরাট যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই সঠিক। তিনিও আর সবার মতো মানুষ। এমন পরিস্থিতি আমার খেলোয়াড়দের বেলায় ঘটলে আমিও তাদের একই নির্দেশ দেব। আমি বলব, আগে পরিবার পরে ক্রিকেট। আমি সব সময় বলব– কখনই নিজের সন্তান ভূমিষ্টের সময় দূরে থেকো না। ওই সময়টা স্ত্রীর পাশে থেকো। কারণ তোমার জীবনের সেরা মুহূর্ত সেটি।
অবশ্য সিরিজের শেষ তিন টেস্টে কোহলির অনুপস্থিতি ভারত দলে একটা প্রভাব ফেলবে বলে মনে করেন এই সাবেক তারকা ক্রিকেটার। তবে এতে ভারত দল দুর্বল হয়ে গেছে বলে ভাবার কিছু নেই বলে জানান ল্যাঙ্গার।
তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে ভারত দল বেশ ভালো করছে। তারা শক্তিশালী প্রতিপক্ষ। গত সিরিজে ওরা এখানে আমাদের হারিয়ে গেছে। তাই কোহলি নেই বলে অস্ট্রেলিয়দের এক সেকেন্ডের জন্যও আত্মতুষ্টিতে ভোগা চলবে না।
অস্ট্রেলিয়ার হয়ে ১০৫টি টেস্ট খেলেছেন ল্যাঙ্গার। টেস্টে ৭৬৯৬ রান রয়েছে তার। যার মধ্যে ২৩টি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরি রয়েছে। ম্যাথু হেইডেনের সঙ্গে তার জুটি টেস্ট ইতিহাসের সেরা উদ্বোধনী জুটিগুলির একটি। ৪৯ বছর বয়সী ল্যাঙ্গার এখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ।
তথ্যসূত্র: এনডিটিভি
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি