কোহলি আউট রোহিত ইন

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

কোহলি আউট রোহিত ইন

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। অ্যাডিলেড টেস্টে কোহলির পরিবর্তে ভারতীয় দলে ফেরানো হয়েছে ওপেনার রোহিত শর্মাকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে গতবারসহ তিন আসরে শিরোপা জিতে নেয় মুম্বাই। এবারও তার দল সবার আগে ফাইনাল নিশ্চিত করে। মঙ্গলবার ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস।

তবে টি-টোয়েন্টি ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট আইপিএলে অংশ নিতে গিয়ে চোটাক্রান্ত হয়ে পড়েন ভারত সেরা এই ওপেনার। যে কারণে অস্ট্রেলিয়ার সফরের জন্য কিছু দিন আগে দল ঘোষণা করা হলেও সেই দলে রাখা হয়নি রোহিত শর্মাকে। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ। বিরাট কোহলি অ্যাডিলেড টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ায় তার পবিরর্তে দলে ফেরানো হয়েছে রোহিত শর্মাকে।

ধারণা করা হচ্ছে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই অ্যাডিলেড টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। হয়তো সেই সময়ে বিরাট-আনুশকার ঘরে আসতে পারে নতুন অতিথি।

আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু করবে ভারত। সফরে তিনটি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও ৪টি টেস্ট খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল