কোহলি ভারতীয় বলে কি তার প্রশংসা করা যাবে না, প্রশ্ন শোয়েবের

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

কোহলি ভারতীয় বলে কি তার প্রশংসা করা যাবে না, প্রশ্ন শোয়েবের

স্পোর্টস ডেস্ক :
প্রায়ই ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করে নিজ দেশের ক্রিকেটভক্তদের সমালোচনায় বিদ্ধ হন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

সম্প্রতি ভারত ও পাকিস্তান দলের শক্তিমত্তার পার্থক্য নিয়ে কথা বলতে গিয়ে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেন শোয়েব।

বিষয়টি নিয়ে নিজ দেশের সমর্থকদের নানা প্রশ্নবাণে বিদ্ধ হন শোয়েব। এবার সেসব পাক সমর্থকের বিষয়ে মুখ খোলেন শোয়েব আখতার।

তিনি নিজেই প্রশ্ন ছুড়েছেন– শুধু ভারতীয় বলে কি বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির প্রশংসা করা যাবে না?

ক্রিকেট পাকিস্তানের সঙ্গে ইউটিউব শোয়ে দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই প্রশ্ন ছুড়ে নিজের রাগ ঝাড়েন শোয়েব।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এ পেসার বলেন, ‘আমি জানি না কেন মানুষ রাগ করেন। আমাকে কিছু বলার আগে তাদের উচিত পরিসংখ্যান খুলে দেখা। তারা কি মনের মধ্যে শুধু ঘৃণাই রাখতে জানেন? শুধু ভারতীয় বলে ভারতীয় ক্রিকেটার) প্রশংসা করা যাবে না?’

এর পর কোহলির প্রশংসায় শোয়েব আখতার বলেন, ‘কী কারণে আমি বিরাট কোহলির প্রশংসা করছি তা ভেবে দেখা উচিত? পাকিস্তান কিংবা বিশ্ব ক্রিকেটে কোহলির কাছাকাছি মানের কোনো ক্রিকেটার কি আছে?’

এ সময় কোহলির পরিসংখ্যান তুলে ধরে শোয়েব বলেন, ‘কোহলি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি করেছেন। বিশ্বের আর কোনো ক্রিকেটারের কি বর্তমানে এত সেঞ্চুরি আছে? সে ভারতকে কতগুলো সিরিজ জিতিয়েছে? আমার কি তার প্রশংসা করা উচিত নয়?’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল