১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
বিনোদন ডেস্কঃঃ গত বছরের শুরুতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এক সময়ের সারা জাগানো বলি অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
যুক্তরাষ্ট্রে চিকিৎসাকালীন স্বামী ও সন্তানকে সার্বক্ষণিক পাশে পেয়েছেন সোনালী। সে কথা টুইটার, ইনস্টা আর ফেসবুকে ভক্তদের জানিয়েছেন নিয়মিতই।
তিনি বারবারই বলেছেন, মৃত্যুর প্রহর গুণছিলেন। কিন্তু সে সময় তার স্বামী গোল্ডি বেহেলই ছিল তার অনুপ্রেরণা, জীবনের আলো। স্বামী তাকে সার্বক্ষণিক দেখভাল করতেন। তার অদম্য ভালোবাসাতেই ক্যান্সারকে হারিয়ে বেঁচে ফিরেছেন।
আর সেই স্বামীই নাকি এখন অনেকটা বদলে গেছেন।
তিনি জানালেন, এখন নাকি তার স্বামী আগের মতো মস্তিষ্ক দিয়ে কাজ করেন না। মন থেকেও করছেন। আগের চেয়ে অনেক বেশি আবেগী আর রোমন্টিক হয়েছেন।
গত মঙ্গলবার ছিল সোনালি ও গোল্ডির ১৭তম বিবাহবার্ষিকী ছিল। আর এমন দিনেই তিনি স্বামীকে আগের সেই চেনা রূপে দেখেননি।
সে কথা জানাতে গত সপ্তাহে সোনালি বেন্দ্রে তার ইনস্টাগ্রামে লেখেন, ‘গত বছর এই দিনে আমরা নিউইয়র্কের হাসপাতালে ছিলাম। তখন থেকেই বেন্দ্রে ও বেহেল জীবনের দুটি অধ্যায় দেখেছে। একটি হলো ক্যান্সারের আগে। আর একটি ক্যান্সারের পরে। তখন থেকেই আমার ইচ্ছা এগিয়ে যাওয়া ও জীবনে নতুন কিছু করা। তাই ১৭তম বিবাহবার্ষিকীতে আমরা লং ড্রাইভে যাচ্ছি। ক্যান্সারের আগে গোল্ডি এসবে খুব একটা রাজি হতো না। কিন্তু সেরে ওঠার পরে ও যেভাবে বদলে গেছে তাতে আমি অবাক। খুব ভালো লাগছে আমার।’
স্বামীর এটুকু প্রশংসা করেই খান্ত হননি সোনালি।
গোল্ডির সম্পর্কে সোনালি আরও লেখেন, ‘গোল্ডির এখন প্রধান দায়িত্ব আমাকেই দেখভাল করা। কাজ, শখ ও অন্য সব দায়িত্ব থেকে এখন আমাকে বেশি গুরুত্ব দেয় সে। আমিও তার প্রতি আমার দায়িত্ব পালন করছি। ’
এর পর স্বামীকে উদ্দেশ্য করে সোনালি লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী। তুমি যতটা ভাবো তার চেয়ে কয়েক গুণ বেশি তোমাকে ভালোবাসি আমি। আমার অসুস্থতায় এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে।’
স্বামীর বন্দনায় সোনালির এমন পোস্ট ব্যাপক সারা ফেলেছে। নেটিজেনরা এই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।
সবাই বিষয়টিকে যে বেশ ভালোভাবেই যে নিয়েছেন তা পোস্টের লাইক সংখ্যা ও কমেন্টে বোঝা যাচ্ছে।
ইতিমধ্যে ১৩ হাজার লাইক পড়েছে পোস্টটিতে। কমেন্টে এই দম্পতিকে শুভ কামনা আর অভিনন্দন জানাচ্ছেন। বলিমহলেও এ নিয়ে চলছে জল্পনা। অভিষেক বচ্চন, হৃতিক রোশনসহ আরও অনেকে এই পোস্টে শুভেচ্ছাবার্তা দিয়েছেন সোনালিকে
১৮/১১/২০১৯৩৬৩
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D