ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টরি

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টরি

আগামী ২৫ অক্টোবর ভারত সফরকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে । ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।
গত জুলাইয়ে কোচ হিসেবে ভেট্টরির নাম ঘোষণার পর চুক্তি ছিল ১০০ দিনের জন্য কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে। নভেম্বরে ভারত সফরের আগে দলে যোগ দেওয়ার কথা রয়েছে সাবেক এই কিউই স্পিনারের।

শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করে বলেন, ২৫ অক্টোবর শুরু ক্যাম্প থেকেই থাকবেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ, ‘আমাদের অনুশীলন শুরু হবে ২৫ তারিখ থেকে। তার আগেই ভেট্টরি দেশে আসছে। সে এই সফর থেকেই দলের সঙ্গে থাকবে।’

৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। দেশের মাটিতে ভারত বরাবরই শক্তিশালী। ভারত সফর দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রবেশ করবে বাংলাদেশ।

এই সফর তাই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আকরাম খান।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল