ক্যারিবীয়দের ৭ দিন কোয়ারেন্টিনে রাখার পরিকল্পনা বিসিবির

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

ক্যারিবীয়দের ৭ দিন কোয়ারেন্টিনে রাখার পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক ::
সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ।

সফরকে ঘিরে কোয়ারেন্টিন বিধি পালন নিয়ে আগভাগেই ভেবে রেখেছে বিসিবি। কারণ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দেখে শ্রীলংকা সফর বাতিল করেছে বিসিবি।

বিষয়টিকে মাথায় রেখেই সিরিজ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে একটি কোভিড-১৯ পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি।

সেখানে ১৪ দিনের পরিবর্তে কোয়ারেন্টিন সাত দিন করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সফরকারীদের অনুশীলনের বিষয়টিও ভাবা হয়েছে। একই সঙ্গে করোনাবিষয়ক সব স্বাস্থ্যবিধি কীভাবে মানা হবে তা নিয়ে ভেবেছে বিবিসি।

বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশে আসার পর স্বাস্থ্যবিধির প্রথম নিয়মানুযায়ী, ক্যারিবীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষা হবে। আর নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবেন তারা।

এ বিষয়ে বিস্তারিত না জানালেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘করোনার মধ্যেই আমরা তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। পাঁচ দলের আরেকটি টুর্নামেন্ট করতে যাচ্ছি নভেম্বর-ডিসেম্বরে। এর পর আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী খেলায় ফিরব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের সিরিজ খেলার কথা রয়েছে। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ১৪ দিনের বদলে সাত দিনের কোয়ারেন্টিনের প্রস্তাবটি ক্যারিবীয় বোর্ডের হাতে পৌঁছেছে। তাদের সিদ্ধান্ত জানানোর পর সেটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে বিসিবি।

তথ্যসূত্র: ক্রিকবাজ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল