ক্যারিয়ারে যা কখনো করেননি ধোনি সেটাই করলেন, বিস্মিত ইরফান

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

ক্যারিয়ারে যা কখনো করেননি ধোনি সেটাই করলেন, বিস্মিত ইরফান

স্পোর্টস ডেস্ক

গতে ১৫ আগস্ট এক বাক্যেই সব জল্পনার অবসান ঘটান ভারতের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনী।

সেদিন নীরবে অনাড়ম্বরভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। শুধু আইপিএলেই মাঠে দেখা যাবে তাকে – এমন খবরে কিছুটা হলেও স্বান্তনা পেয়েছে ধোনির ভক্ত-অনুরাগীরা।

বলতে গেলে নিজের দল চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের নিয়ে রীতিমতো যুদ্ধে নেমে গেছেন ধোনি। আর এবার সেই যুদ্ধের প্রস্তুতিকালে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন ধোনি। যা দীর্ঘ ক্যারিয়ারে কখনই করতে দেখা যায়নি তাকে। এমনটাই জানিয়েছেন ধোনির এক সময়ের সতীর্থ ভারতের সাবেক পেসার ইরফান পাঠান।

চেন্নাই সুপার কিংস নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, ট্রেনিং ড্রিলের অংশ হিসাবে নেটে উইকেটকিপিং করছেন ধোনি। তার হাতে গ্লাভস।

অথচ নেটে কখনোই গ্লাভস হাতে উইকেটকিপিং করতে দেখা যায়নি ধোনিকে।

ধোনির এই গ্লাভস ব্যবহারে বিস্মিত হয়েছেন ইরফান পাঠান।

ধোনি কেন এমনটা করলেন তার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন ইরফান।

স্টার স্পোর্টসে ইরফান পাঠান বলেছেন, ‘নতুন ভিডিও দেখলাম, ধোনি অনুশীলনে উইকেটকিপিং করছেন। এমনটা আগে কখনই ঘটেনি। এটা আমার চোখে নতুন। কারণ আমি ওর সঙ্গে দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। জাতীয় দলের হয়ে হোক বা সিএসকের জার্সিতে ওকে কখনই নেটে উইকেটকিপিং করতে দেখিনি। আমার ধারণা দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার ফলে এমনটা তিনি করতে পারেন। মনে হয় একজন লেগ স্পিনারকে দিয়ে বল করানো হচ্ছিল তখন। হয়তো নতুন বোলারদের মেপে নিতে চাইছেন ধোনি। তবে অনুশীলনে ওকে কিপিং করতে দেখে ভালো লাগছে। এখন বিশেষ সতর্কতা প্রয়োজন।’

ধোনির সেই ব্যাতিক্রমী কাণ্ডের ভিডিওটি দেখুন –

প্রসঙ্গত, গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালের পর মাঠে নামা হয়নি ধোনির। করোনা পরিস্থিতিতে অনুশীলনও করতে পারেননি সেভাবে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল