২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
স্পোর্টস ডেস্ক :
এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়াসমন ও বাবর আজম। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ মনে করেন, ওয়ানডে ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন কোহলি।
ওয়ানডে ক্রিকেটে ২৩৯ ম্যাচে ৫৯.৩৩ গড়ে ১১ হাজার ৮৬৭ রান করেছেন কোহলি। স্মিথ ১২৫ ম্যাচে ৪২.৪৬ গড়ে করেছেন ৪ হাজার ১৬২ রান, উইলিয়ামসন ১৫১ ম্যাচে ৪৭.৪৮ গড়ে করেছেন ৬ হাজার ১৭৩ রান, পাকিস্তানের বাবর আজম ৭৪ ম্যাচে ৫৪.১৭ গড়ে করেছেন ৩ হাজার ৩৫৯ রান। এসব পরিসংখ্যানসহ অন্যান্য বিচারে বর্তমানে ওয়ানডে ক্রিকেটে কোহলিকেই সেরা বলছেন স্মিথ।
তিনি বলেছেন, কোহলি একজন দারুণ ক্রিকেটার। যেকোনো রেকর্ড সে ভাঙতে পারে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এখনও তার ক্যারিয়ারের অনেক কিছু বাকি। ওয়ানডে ক্রিকেটে রান কোথায় যে নিয়ে যাবেন, সেটা দেখার অপেক্ষায় আমরা। ক্রিকেটের প্রতি ভালোবাসা, রান করার ক্ষুধা আজ কোহলিকে এ পর্যায়ে নিয়ে এসেছে। সে একাই ম্যাচ শেষ করে দেয়ার ক্ষমতা রাখে। অধিনায়ক হিসেবেও সে দারুণ।
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কোহলি। ভারতীয় বর্তমান এই অধিনায়ক ইতিমধ্যে ৭০টি সেঞ্চুরি করেছেন।
শচীনের উদাহরণ টেনে স্মিথ বলেছেন, অতীতে টেন্ডুলকারকে আটকানোর পথ খুঁজত সবাই। এখন কোহলিকে আটকানোর পরিকল্পনা করে। অতীতে যেমন টেন্ডুলকারকে আটকানো যায়নি। এখন কোহলিকেও থামানো যাচ্ছে না। সে আরও অনেক দূর যাবে। ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D