Social Bar
৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের তারকা পেসার উমর গুল ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আগামী মাসেই শেষ হবে পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্ট শেষেই ক্রিকেট থেকে বিদায় নেবেন ৩৬ বছর বয়সী এই পেসার।
১৯৮৪ সালের ১৪ এপ্রিল জন্ম নেয়া উমর গুলের পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক হয় ২০০৩ সালের ৩ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে।
এরপর জাতীয় দলের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে আর ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ডানহাতি এ পেসার শিকার করেন ৪২৭ উইকেট।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন উমর গুল। সেই আসরে ১২ উইকেট শিকার করেছিলেন তিনি।
এরপর পাকিস্তানের কোনো ক্রিকেটার আর আইপিএলে খেলার সুযোগ পাননি। ফ্রাঞ্চাইজি বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৬১ ম্যাচে অংশ নিয়ে উমর গুল শিকার করেন ২১৫ উইকেট।
২০১৬ সালের ৪ সেপ্টেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন গুল। গত চার বছরে ঘরোয়া ক্রিকেট খেলেই কাটিয়েছেন সময়। জাতীয় দলে খেলা অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের তারকা ব্যাটসম্যানকে ভুগিয়েছেন পাকিস্তানের এ তারকা পেসার। তার গতির বলে একাধিকবার আউট হয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল।
ক্রিকেট থেকে অবসরের পর কি করবেন? এমন প্রশ্নের জবাবে ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এ তারকা পেসার বলেছেন, অবসরে কি করব তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। তবে কোচিংয়ে ক্যারিয়ার গড়ার চিন্তা-ভাবনা রয়েছে। আমি ইতিমধ্যে লেভেল ওয়ান ও লেভেল টু কোর্স সম্পন্ন করেছি। অদূর ভবিষ্যতে লেভেল থ্রি করার বিষয়েও আগ্রহী।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D