ক্রিকেটকে বিদায় বলে দিলেন পার্থিব প্যাটেল

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

ক্রিকেটকে বিদায় বলে দিলেন পার্থিব প্যাটেল

স্পোর্টস ডেস্ক

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় সাবেক তারকা খেলোয়াড় পার্থিব প্যাটেল। বুধবার টুইট করে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান।

তিনি লিখেছেন- আজ ১৮ বছরের ক্রিকেট জীবনের পর্দা টানছি। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নটিংহাম টেস্টে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় দলে অভিষেক হয়েছিল প্যাটেলের।

দীর্ঘ ১৮ বছর ক্রিকেট ক্যারিয়ারে ২৫ টেস্টে ৩১.১৩ গড়ে ৯৩৪ রান, ৩৮ ওয়ানডেতে ৭৩৬ রান, ৩৯টি ডিসমিসাল এবং মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ রান করেন পার্থিব প্যাটেল।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭টি সেঞ্চুরির মালিক এই উইকেটকিপার-ব্যাটসম্যান ২০০৩ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন। কিন্তু বিশ্বকাপে অভিষেক হয়নি তার। অধিনায়ক সৌরভ কিপিং করিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে দিয়ে। এমএস ধোনির উত্থানের পর ভারতীয় দলে অনিয়মিত হয়ে যান পার্থিব।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল