ক্রিকেট মিস করেননি কোহলি

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

ক্রিকেট মিস করেননি কোহলি

স্পোর্টস ডেস্ক :

লম্বা সময় থাকতে হয়েছে ক্রিকেটের বাইরে। বোঝাই যায়, এর কারণ অন্য কিছু নয়, করোনা সংক্রমণ। ব্যাট হাতে নেয়া হয়নি পাঁচ মাসেরও বেশি সময়। না খেলতে পারার আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু বিরাট কোহলি শোনালেন ভিন্ন কথা।

অনাকাঙ্ক্ষিত দীর্ঘ বিরতিতে নাকি ক্রিকেটের অভাব তেমন একটা বোধ করেননি ভারত অধিনায়ক। ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর অধিনায়ক।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘সবকিছু ঠিকই ছিল। সত্যি বলতে, আমি খেলা যতটা মিস করব ভেবেছিলাম, ততটা করিনি। এর কারণ হতে পারে, এর আগে ৯-১০ বছর আমি টানা খেলেছি এবং দীর্ঘ সময় একমাত্র এই বিরতিটাই আমি পেয়েছি। বিষয়টি আমার কাছেও কিছুটা অবাক করার মতো।

কয়েক মাস আগে কল্পনা করিনি যে, প্রথমেই আইপিএল খেলব। এরপর সবকিছু স্বাভাবিক হতে শুরু করল। কয়েকটি টুর্নামেন্ট মাঠে গড়াল। সেসব থেকে কিছুটা আত্মবিশ্বাস পেলাম।’

এবারের আইপিএলের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এই টি ২০ টুর্নামেন্টে অংশ নিতে সব ফ্র্যাঞ্চাইজি দল দুবাইয়ে পৌঁছে গেছে। ১০ নভেম্বর আইপিএলের ফাইনাল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল