২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক :
ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৯৯টি গোলের পর তার এই রেকর্ডের অপেক্ষায় ছিল ভক্তরা। ৬ সেপ্টেম্বরই তা হতে পারত। কিন্তু সেদিন উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি সিআরসেভেন। পায়ে সংক্রমণের জন্য দর্শক হয়েই থাকতে হয়েছে তাকে।
তবে মঙ্গলবার লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে কীর্তিটা গড়তে দেরি করলেন না এই পর্তুগিজ সুপারস্টার।
এদিন সুইডেনের বিপক্ষে গোল করে এই মাইলফলক পূরণ করেন পর্তুগাল অধিনায়ক।
উয়েফা নেশন্স লিগে ৩ নম্বর গ্রুপের ম্যাচে সুইডেনের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। তাতে জাতীয় দলের হয়ে তারকা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা দাঁড়ায় ১০১টি।
আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার কয়েক ঘণ্টার মধ্যেই রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের কালোমানিক কিংবদন্তি পেলে।
রোনাল্ডোর উদ্দেশে টুইট করেছেন তিনবার বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। টুইটে রোনাল্ডোর ১০০তম গোলের মাইলফলক ছোঁয়ার সেই উল্লাসের ছবি পোস্ট করেছেন পেলে।
এরপর পেলে লিখেছেন, আমি ভেবেছিলাম, আমরা আজ তার ১০০ গোল উদ্যাপন করব। কিন্তু সেটা উদযাপনের আগেই সে এটাকে ১০১ -এ নিয়ে গেছে! অভিনন্দন ক্রিশ্চিয়ানো, তোমার অভিযানের নতুন উচ্চতা স্পর্শের জন্য।
পেলের মতে অচিরেই পর্তুগিজ তারকা আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ইরানের কিংবদন্তি আলি দায়িকে ছুঁয়ে ফেলতে পারবেন।
এর আগেও রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পেলে।
সদ্য সমাপ্ত মৌসুমে জুভেন্টাসের হয়ে সেরিআ শিরোপা জেতার পর রোনাল্ডোর প্রশংসা করে পেলে বলেছিলেন, ৩৬ বছর বয়সী রোনাল্ডো আধুনিক এক অ্যাথলেট।
তথ্যসূত্র: গোল ডট কম
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D