Social Bar
৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
স্পোর্টস ডেস্ক
প্রথম ম্যাচে জয় দিয়ে ২০২০ আইপিএল মিশন শুরু করেছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। আর দ্বিতীয় ম্যাচেই খলনায়কে পরিণত হলেন।
দুই-দুবার লোকেশ রাহুলের ক্যাচ ফেলে দিয়ে ম্যাচ হাতছাড়া করেন কোহলি।
৮৩ রানেই থামাতে পারতেন রাহুলকে। ৮৯ রানেও সুযোগ দিয়েছিলেন তিনি।
আর কোহলির ব্যর্থতায় সেই রাহুলের ইনিংস শেষ হয় ১৩২ রানে! শেষ চার ওভারে ৭৬ রান যোগ করে পাঞ্জাব। যার পূর্ণ কৃতিত্ব অধিনায়ক লোকেশ রাহুলের।
এদিকে শুধু ক্যাচ মিসের মহড়াই দেখালেন না, ব্যাটিংয়েও এক রানে সাজঘরে ফেরেন কোহলি।
বলতে গেলে অধিনায়ক হিসেবে সব বিভাগেই ‘ফেল’ করেছেন কোহলি। এসব ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে জরিমানা।
স্লো ওভার রেটের জন্য ১২ লাখ রুপি জরিমানা গুনতে হবে বিরাট কোহলিকে।
বলতে গেলে দুবাইয়ে বৃহস্পতিবার রাতটা বিরাট কোহলির একেবারেই বাজে গেছে।
নিজের ব্যর্থতার জন্যই দল হেরেছে তা ম্যাচশেষে অবলীলায় স্বীকার করেছেন ব্যাঙ্গালুরু ক্যাপ্টেন।
পুরস্কার বিতরণী মঞ্চে এসে কোনো অজুহাত ছাড়াই কোহলি অকপটে স্বীকার করেন, ‘সামনে দাঁড়িয়ে এই হারের দায় আমাকেই নিতে হবে। আমরা যদি ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তা হলে ব্যাটিংয়ে শুরু থেকে এতটা চাপ আসত না। ওই দুটি সুযোগের ক্ষেত্রে আমার সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া উচিত ছিল, এমনকি পরে ব্যাট হাতেও। আমরা পারিনি। এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D