খাজাঞ্চিবাড়ি স্কুলের ট্টাস্টি বোর্ডের সভায় আলোচনা না করেই ৫ জনকে বোর্ড সদস্য করলেন ডিসি

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

খাজাঞ্চিবাড়ি স্কুলের ট্টাস্টি বোর্ডের সভায় আলোচনা না করেই ৫ জনকে বোর্ড সদস্য করলেন ডিসি

খাজাঞ্চিবাড়ি স্কুলের ট্টাস্টি বোর্ডের সভায় আলোচনা না করেই ৫ জনকে বোর্ড সদস্য করলেন ডিসি

অনলাইন ডেস্ক

 

সিলেটের ঐতিহ্যবাহী খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের ২০০ তম ট্টাস্টি বোর্ডের সভায় এজেন্ডা বহির্ভূত এবং আলোচনা না করেই বোর্ডের ৫ সরকারি কর্মজর্তাকে বোর্ড সদস্য করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসকের বিরুদ্ধে। এটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন সভায় উপস্থিত থাকা ৫ জন গুরুত্বপূর্ণ সদস্য। বিযয়টি নিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, গত ৪ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের ২০০ তম ট্টাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টি বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বোর্ডের সহ সভাপতি প্রফেসর এ বাকি চৌধুরী, সদস্য এ এন এ এ মাহবুব আহমদ, সদর উদ্দিন আহমদ চৌধুরী, ড. নজরুল হক চৌধুরী, জামিল আহমেদ চৌধুরী, মো. নুরের জামান চৌধুরী ও সদস্য সচিব রাজকুমার সিং।

পরবর্তীতে ঐ সভার রেগুলেশনের ৪ নং কলামের এজেন্ডা ও সিদ্ধান্তে দেখা যায় যে, ৩ জন ট্রাস্টি বোর্ডের সদস্যের মৃত্যু ও ২ জন ট্রাস্টি বোর্ডের সদস্যের দীর্ঘ অনুপস্থিতর কারন দেখিয়ে নতুন ৫ জন প্রশাসনিক কর্মকর্তাকে বোর্ড সদস্য মনোনীত করা হয়েছে। তারা হলেন- এ ডি এম, এইচ আর এম, ইউএনও (সদর), এসি ল্যান্ড (মহানগর), সিনিয়র জেলা কমিশনার/সহকারী কমিশনারার (শিক্ষা)।

এদিকে এই রেজুলেশনটি বোর্ড সভায় উপস্থিত সদস্যদের হাতে আসার পর ৫ জন বোর্ড সদস্য রেজুলেশন লিখিত ভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। তারা হলেন- বোর্ডের সহ সভাপতি প্রফেসর এ বাকি চৌধুরী, সদস্য এ এন এ এ মাহবুব আহমদ, সদর উদ্দিন আহমদ চৌধুরী, ড. নজরুল হক চৌধুরী, জামিল আহমেদ চৌধুরী। তারা বোর্ড সভায় কোন প্রকার আলোচনা না করেই এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ট্রাস্টি বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ফোন রিসিভ করেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল