খাদিমপাড়া ইউনিটি প্রিমিয়ার লীগ সম্পন্ন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

খাদিমপাড়া ইউনিটি প্রিমিয়ার লীগ সম্পন্ন

ইউনিটি ক্রিকেট ক্লাব আয়োজিত ইউনিট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা শুক্রবার খাদিমপাড়া ৩নং রোড়স্থ মাঠে সম্পন্ন হয়। ফাইনেল খেলায় জায়েদ কিংস জয়ী ও এ আর আব্দুল্লাহ ফাইটার্স রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক সৈয়দ মুর্শেদ আলম খালেদের সভাপতিত্বে ও আলতাফুর রহমান নুমানের পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদ আলম রণি, আলী আশরাফ খান মাসুম, সিরাজুল ইসলাম, মাখন মিয়া, আবুল কাশেম, ইউনুস মিয়া, মুহিব উল্লাহ, জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ। অতিথিবৃন্দ ম্যান অব দ্যা ম্যাচ তুলেদেন জাফর আহমদের হাতে। ফাইনেল খেলায় বিজয়ী জায়েদ কিংস’র অধিনায়ক জায়েদ ও খেলওয়াড়দের হাতে তুলে দেন। আর রানার্স আপ ট্রফি আব্দুল্লাহ ফাইটার্স’র অধিনায়ক আব্দুল্লাহর হাতে তুলে দেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল